স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের স্বাক্ষর জাল করার অপরাধে জালকারীকে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করেছেন।২৩মে-২০২২ইং রোজ সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের স্বাক্ষর নকল করে জন্মনিবন্ধন,ওয়ারেশ কায়েম সনদপত্র সহ বিভিন্ন ধরনের কাগজপত্র জাল করার দায়ে ইতনা গ্রামের মোঃ আলতাফ শেখের ছেলে মোঃ খসরুজ্জামান শেখ(৪০)কে ভ্রাম্যমাণ আদালতে ২১দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সেই সাথে ১হাজার টাকা জরিমানা করেছেন।এসময় লোহাগড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী সাংবাদিকদের বলেন চেয়ারম্যান এর স্বাক্ষর নকল করে বিভিন্ন ধরনের অবৈধ কাজ করার দায়ে আসামীকে জেল ও জরিমানা করা হয়েছে।এই বিষয় নিয়ে লোহাগড়া উপজেলা রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও বর্ষসেরা পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ এনামুল হক এবং কমিটির সকল সাংবাদিকবৃন্দ ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন নড়াইল জেলা রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্মমহাসচিব স্বর্ণ পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলম খান সজল।
Leave a Reply