স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলা লোহাগড়া থানা পুলিশের অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।গতকাল ২২ মে-২০২২ইং রোজ রবিবার দিবাগত রাতে মোঃ রোমান(১৯)নামের এক যুবককে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজার এলাকা থেকে আটক করে লোহাগড়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরির্দশক(এস আই)সরল কুমার বিশ্বাস এর নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজার এলাকায় অভিযান চালায় এসময় মোঃ রোমান এর গতিবিধি সন্দেহ জনক হলে তাকে আটক করে।মাদকদ্রব্য ইয়াবাট্যাবলেট ব্যবসায়ী রোমানের দেহ তল্লাশি করে ২১৫পিচ ইয়াবাট্যাবলেট উদ্ধার করে।আটককৃত লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে রোমান।মিয়া।এদিকে ১৯মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিন উদ্দিন লিটন জানতে পারে নড়াইলের লোহাগড়া থানাধীন ৮নং দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা সারোল গ্রামের থেকে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় চলছে এমতাবস্থায় বিষয়টি তাৎক্ষনিক পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেন।নড়াইল পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।তারপর সঙ্গীয় ফোর্সসহ উক্ত গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাট্যাবলেট বিক্রয়ের সময় তালবাড়িয়া গ্রামের মোঃ আফজাল শেখের ছেলে মোঃ দুখু শেখ(৩৮)এর নিকট হতে ৭০পিচ ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতার করে।তবে পরিচয় সূত্রে জানা যায় ইয়াবাকারী ব্যাক্তি কুমড়ী গ্রামের বাসিন্দা।তালবাড়িয়া গ্রামে নানার বাড়ি।ইয়াবাট্যাবলেটসহ আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)শেখ আবু হেনা মিলন বলেন,আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply