স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামের সংখ্যালঘুর উপর একদল সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।আহত বিপুল কুমার পাল বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পারিবারিক সুত্রে জানা যায়,লোহাগড়া উপজেলার কামারগ্রামে সুশান্ত কুমার পালের সঙ্গে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী বিপুল কুমার পালের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।আহত ব্যক্তিকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে এবং আহত বিপুল কুমার পাল জানান,আমি গত ২১ মে-২০২২ইং রোজ শনিবার বিকালে বাড়ির পশ্চিম পাশে মাঠে পাট ক্ষেতে কাজ করছিলাম।এসময় আমার প্রতিপক্ষ সুশান্ত কুমার পালের ভাড়াটিয়া সন্ত্রাসী প্রতিবেশী শরশুনা গ্রামের আলাউদ্দিনসহ ৬থেকে৭জন রামদা,ছ্যানদা ও লোহার হাতুড়ি দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে হাতুড়ি দিয়ে মারাত্মকভাবে মারপিট করে।বিপুলকে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়।বিপুল কুমার পাল বলেন আমার চিৎকারে এলাকাবাসী আমাকে উদ্ধার করে।লোহাগড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে।তারপর অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।এদিকে অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই।এলাকাবাসী সূত্রে জানা যায় এধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের দাবি করেছেন।এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ আবু হেনা মিলন বলেন,ঘটনা শুনেছি কোন লিখিত অভিযোগ পাই নাই।অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply