স্টাফ রিপোর্টার।
নড়াইলে পুলিশ সুপারের তৎপরতায় পৌরমেয়র ও নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা’র করা চাঁদাবাজি মামলায়
প্রধান আসামী উচ্ছাস (৩০) এবং শাওন (৩২)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার ডিবি পুলিশ দ্বারা দুই আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি অন্য আসামী বাঁধনকে গ্রেফতার করার অভিযান চলছে । এর আগে বুধবার সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের বাড়ি নড়াইল শহরের ভওয়াখালী গ্রামে।
জানা গেছে,গত ২৬এপ্রিল শহরের পুরাতন বাসটার্মিনালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌরসভার ১৪২৯ সালের হাট-বাজার, টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল। দুপুর ১টা ৩০মিনিটের দিকে আসামী নিলয় রায় বাঁধনসহ ৮/১০ জন মেয়রের কার্যালয়ে অগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে ১০লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদার দাবিতে মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিক পৌর পরিষদ জরুরী সভায় ২৪ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ ঘটনায় উচ্ছাস,শাওন ও নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০কে দায়ী করে ওই রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।দুই আসামি গ্রেফতার হওয়ায় মেয়রসহ পরিষদের সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply