মোঃ নাজমুল হক
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
প্রধান অতিথি বক্তৃতায় ভার্চুয়ালী যুক্ত হয়ে
মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে দেশ উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
আলোচনার আগে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যলয় থেকে এক র্যালি বের করা করে। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, সরকার সালেহ আহম্মেদ সজল, মোশাররফ হোসেন বকুল, আব্দুর রশিদ পটুসহ সকল স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply