মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রাম রোডের সুবিধার জন্য ব্যক্তিগতভাবে অর্থ খরচ করেন মোঃ মহিবুল্লাহ সুমন নামের এক যুবক।
দুঃখজনক ১৫মে-২০২২ইং রোজ রবিবার সকাল ১০:০০ টায় তালবাড়িয়া দক্ষিনপাড়া খালের উপর অবস্থিত বাঁশও কাঠ দিয়ে তৈরি ব্রিজ এর উপর দিয়ে নসিমন যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে যায়।আর এই ব্রীজ ভেঙ্গে যাওয়ার ফলে খালের ওপারে থাকা ২০টি পরিবার বিপদের সম্মুখীন হয়ে পড়েছে।এছাড়াও খালের এপার ওপার এর মানুষের যাতায়াত করতে চরম বিপর্যায়ের সম্মুখীন অবস্থায় রয়েছেন।তবে এই উপকারের মন মানসিকতার জন্য সুমন নামের যুবক যতটুক করেছেন তবে ভাংগা ব্রিজটি এখন গ্রামবাসিসহ সেই সাথে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সাহেবের নিকট দাবি জানিয়েছেন পুনরায় নতুন করে একটি কালভার্টের ব্যবস্থা করলে তালবাড়ীয়া গ্রামের ঐ রোডের যাতায়াতকারি মানুষের উপকার হত।এই বিষয়টি নিয়ে সুমন তার মুঠো ফোনে ফোন করে জানান যে আমি ব্যক্তিগতভাবে ব্রীজটি নির্মান করেছিলাম কাঠ ও বাশ দিয়ে সকল মানুষের জন্য। তিনি বলেন আমাদের ইউপি চেয়ারম্যান যদি সুনজর দিতেন তাহলে হয়তো ছোট্ট এই ব্রীজের ব্যবস্থা করতে পারবেন।
কয়েক বছর পূর্বে এই ব্রিজটি নির্মান করেছিলাম তবে নিষেধ ছিলো কোন প্রকার ভারী যানবাহন যাওয়া আসা করতে পারবে না।হঠাৎ একটি নসিমন যাওয়ার উদ্দেশ্য করে ব্রিজের উপর ওঠে তারপর ব্রিজটি ভেঙ্গে নসিমন পড়ে যায়।ব্রিজ ও নসিমনের ক্ষতি হয়।
এবিষয়টি অবগত করতে চেয়েছেন সুমন মন্ডল,তিনি বলেন আমার অতি বিশ্বাস ৮নং দিঘলিয়া ইউনিয়নের নবাগত চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,সৈয়দ বোরহান উদ্দিন সাহেব তালবাড়ীয়া গ্রাম্যরোডের ব্রিজটি নির্মান করবেন বলে আশাবাদী ব্যক্ত করেছেন।
Leave a Reply