মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে চোলাই মদসহ সয়াল রবিদাস (২৮) নামর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সয়াল রবিদাস সদর ইউনিয়নের টিকরামপুর গ্রামের মৃত নির্মল সরদারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের টিকরামপুর গ্রামে চোলাই মদ বিক্রির সময় পুলিশের একটি দল গত বুধবার রাতে অভিযান চালিয়ে সয়াল রবিদাসকে আটক করে। পরে নিয়ামতপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply