সালমা আঁখি- দৈনিক সময়ের সংগ্রাম
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই’-প্রতিপাদ্যে নিয়ে আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। । আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে নগরীর মমতা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা এক বর্নাঢ্য আয়োজন করে।
আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে মমতা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষক শিক্ষার্থী যৌথভাবে বৃহস্পতিবার সকালে নগরীর ভদ্রা ও তৎসংলগ্ন এলাকায় মনোরম শোভা যাত্রা করে, শেষে এক আলোচনা সভায় মিলিত হয় ।
আলোচনা সভায় মমতা নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও রামেকহা সাবেক নার্সেস সুপারিন্টেন্ডেন্ট মোসাঃ আলেয়ারা খাতুন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মমতা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোক্তা কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল ও বিশেষ অতিথি ছিলেন শবনম মুস্তারী মমি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
নার্সিং ইন্সট্রাক্টর রেশমী ও ইতি, শিক্ষার্থী সালমা আঁখি এবং গান কবিতা আবৃত্তি করে ৫ম ব্যাচের রেহেনা, স্মৃতি হাসদা ও ৪র্থ ব্যাচের রিফাইন, খাদিজা প্রমূখ।
অনুষ্ঠানের শেষাংশে ৪র্থ ও ৫ম ব্যাচের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রেহেনা, মিষ্টি, স্মৃতি গান পরিবেশন করে।
নগরীর দেবীসিং পাড়ায় অবস্থিত মমতা নার্সিং ইন্সটিটিউটের হলরুমে
অনাড়াম্বর অনুষ্ঠান শেষে কেক কেটে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মবার্ষিকী পালিত হয়।
Leave a Reply