মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আয়োজনে উপজেলা প্রশাসন ও সুইজারল্যান্ড, ওয়াটার এইড এবং ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম, ডাসকো ফাউন্ডেশনের এইচএলপি ফোকাল ইসরাত জাহান, ডকুমেন্টস এন্ড এ্যাডভোকেসী অফিসার সোহেল রানা, প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকসহ উপজেলার ৮ ইউনিয়নের সকল চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
কর্মশালায় ইউনিয়ন ভিত্তিক ভালো কাজ চিহ্নিতকরণের মাধ্যমে পারস্পরিক শিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং উপজেলার ৫টি ভালো কাজ চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করার জন্য সকলে ঐক্যমত পোষণ করেন।
Leave a Reply