সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী তানোর পৌরসভার ৩ নং ওয়ার্ড ধানতৈর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে ফরিদা বেগম।
ঘটনাটি ঘটেছে ০৩ এপ্রিল বিকাল অনুমান ৪ ঘটিকায় ফরিদা বেগমের পিতা নহির উদ্দিনের বয়স্ক ভাতার টাকা জন্য নম্বার সমাজ সেবা অফিসে দেয়া ছিলো ফরিদা বেগমের সৎ ভাই কাউছারের ফোন নম্বার নছির উদ্দিনের বয়স্ক ভাতার টাকা কাউসারের ফোনে আসলে সেই টাকা ফরিদা বেগম চাইলে, কাউছার কোন প্রকার টাকা দিতে পারিবে না বলেয়া ফরিদা কে গালমন্দ করতে থাকে ফরিদা নিষেধ করলে। থানায় অভিযোগ করার ৩ নং আসামীর হুকুমে তাদের হাতে থাকা লোহার রড়,শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছিলা ফোলা ও হাত ভেঙ্গে যাই পরে স্হানীয় মানুষ আহত ফরিদা বেগম কে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একি দিনে তানোর থানায় লিখিত অভিযোগ করেন অসহায় ফরিদা বেগম অভিযোগের অভিযুক্ত রা হলেন-১. কাউছার (২০) পিতা : নহির মন্ডল ২. মোসাঃ কাজল রেখা(৪০) স্বামী নহির উদ্দিন ৩. আনসার আলী(৭০) পিতা মৃত রমজান আলী সর্ব সাং চাপড়া থানা তানোর।
অভিযুক্ত আসামি কাউছার আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবারিক বিষয়ে কথা কাটা কাটি হয়েছে দুই তিন টা লাঠির বাড়ি মেরেছি।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।
Leave a Reply