শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
নিজের সুখ বিসর্জন দিয়ে সর্বদা অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। এছাড়াও প্রবাসীদের বিপদাপদে সব সময় পাশে থাকবে সংগঠনটি। কারণ, প্রবাসীরা হলো দেশের রেমিট্যান্স যোদ্ধা, আর এই প্রবাসীদের নিয়েই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুদ্ধ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উচু মর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠন কর্তৃক শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংগঠনটির উপদেষ্টা ও আওয়ামী লীগ নেত্রী সেলিমা বেগম সালমা এসব কথা বলেন।
তিনি বলেন, ফুলবাড়ীয়া উপজেলার আপামর জনসাধারণের মাঝে খুঁজে খুঁজে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবক এবং মানবিক সংগঠন হিসাবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন আবির্ভূত হয়েছে। এই সংগঠনের কোন উদ্দেশ্য নেই। সাধারণ মানুষের মাঝে একটু প্রশান্তি ভাগাভাগি করাই এর উদ্দেশ্য।
অষ্ট্রেলিয়া প্রবাসী ও দেশটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সেলিমা বেগম সালমা আরো বলেন, বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে যারা থাকেন তাদের মাতৃভূমির জন্য এবং এদেশের মানুষের জন্য মন কাঁদে। তাই শুধু নিজের পরিবারের কথা না চিন্তা করে প্রবাসীরা এই সংগঠন প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে।
তিনি বলেন, বিদেশে প্রবাসীদের আত্মীয় স্বজন কেউ নেই, নিজ ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের অবস্থান করতে হয়। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের কার্যক্রমে যখন একটা লোকের বিন্দু মাত্রও উপকার হয় তখন প্রবাসীদের মনে প্রশান্তির সৃষ্টি হয়।
দুপুরে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় অসহায়দের মাঝে শীতবস্ত্র ও অর্থ প্রদান অনুষ্ঠানে সেলিমা বেগম সালমা বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি এই সংগঠনের উদ্যোক্তা, পরিচালনা পরিষদ সহ যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই সেলিমা বেগম সালমা উপস্থিত সকালের খোঁজ খবর নেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সোহাগ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলত উর রহমান তরফদার, বক্তব্য রাখেন ভার্চুয়ালী সাধারণ সম্পাদক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মজনু, সংগঠনের উপদেষ্টা দিদারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, আঃ আলিম, সাইদুল ইসলাম, সাংবাদিক হাফিজুল ইসলাম, সমাজ সেবক মফিজ উদ্দিন, আঃ বারেক মেম্বার, মহর আলী, আঃ রশিদ, ইদ্রিস আলী, সংগঠনের সহ স্বাস্থ্য সম্পাদক শাজাহান সিরাজ সাজু, দপ্তর সম্পাদক জয়নাল মন্ডল, স্বেচ্ছাসেবক জহিরুল ইসলাম প্রমুখ।
পরে উপস্থিত শীতবস্ত্র গ্রহণকারীদের কম্বল এবং অর্থ প্রদান করেন সেলিমা বেগম সালমা সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে প্রবাস থেকে ভার্চুয়ালী ধন্যবাদ জানান প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলত উর রহমান তরফদার, সাধারণ সম্পাদক ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা।
Leave a Reply