শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আপামর জনসাধারণের মাঝে খুঁজে খুঁজে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবক এবং মানবিক সংগঠন হিসাবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেত্রী ও সংগঠনটির উপদেষ্টা সেলিমা বেগম সালমা।
অষ্ট্রেলিয়া প্রবাসী ও দেশটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সেলিমা বেগম সালমা আরো বলেন, বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে যারা থাকেন তাদের মাতৃভূমির জন্য এবং এদেশের মানুষের জন্য মন কাঁদে।
তিনি বলেন, বিদেশে প্রবাসীদের আত্মীয় স্বজন কেউ নেই, নিজ ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের অবস্থান করতে হয়।
গত শনিবার (১৪ জানুয়ারী) উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় অসহায়দের শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা বেগম সালমা বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি এক জনের বিন্দু মাত্রও উপকারে আসে তাহলেই তাদের উদ্দেশ্য সফল। এসময় তিনি এই সংগঠনের উদ্যোক্তা, পরিচালনা পরিষদ সহ যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই সেলিমা বেগম সালমা উপস্থিত সকালের খোঁজ খবর নেন।
সাবেক এনায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আ.সা.মু আব্দুর রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে ও সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উপদেষ্টা দিদারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হযরত আলী শিকদার, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক জয়নাল মন্ডল, স্বেচ্ছাসেবক জহিরুল ইসলাম প্রমুখ। এসময় উপদেষ্টা মৌলভী জালাল উদ্দীন, আমছর আলী মন্ডল সহ সামাজিক সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত শীতবস্ত্র গ্রহণকারীদের কম্বল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ প্রদান করেন সেলিমা বেগম সালমা সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে প্রবাস থেকে ভার্চুয়ালী ধন্যবাদ জানান প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলত উর রহমান তরফদার, সাধারণ সম্পাদক ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা।
Leave a Reply