রহিম আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তরুণ সাংবাদিক মোঃ নাহিদ উজ্জামানের শুভ জন্মদিন পালিত হয়েছে । শিবগঞ্জ উপজেলার ৪টি স্থানে যৌথভাবে এই জন্মদিন পালিত হয় ৷ তিনি গণমাধ্যমকে জানান, স্কুল কলেজ এর শিক্ষক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং স্থানীয় সকলের প্রতি, আমার অনেক অনেক ভালোবাসা রইলো ৷
তিনি আরো বলেন, স্কুল কলেজের শিক্ষকদের ভালোবাসা কোনদিন ভুলা যাবে না কেননা আমাকে অনেক ভালোবেসেছে তার জন্য আমি অনেক খুসি । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক, আব্দুল্লাহ আল মারুফ ,তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন,নাহিদ সাংবাদিকতায় সর্বপ্রথম,আমাদের বাংলাদেশ সংবাদ প্রতিদিনের তিনি শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন,এরপর আশ্রয় প্রতিদিন, দীপ্ত টিভি,নাসা নিউজ সাংবাদিক হিসাবে কাজ করেন, সাংবাদিকতায় এক বছর পা দিল কিন্তু এত অল্প সময়ে নিজেকে একজন সফল সাংবাদিক হিসেবে গড়ে তুলেছেন,সেটা তার মনোবল আগ্রহ থাকার কারণে সম্ভব হয়েছে,আমি তার সুস্থতা ও মঙ্গল কামনা করছি,এবং তার প্রতি অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি নাহিদ তার আরেক প্রতিক্রিয়ায় বলেন,স্কুল-কলেজে ভালো কিছু উপহার দিতে চেয়েছি ।তাই সবার পাশে থাকবো এবং থাকতে পারি যেন দোয়া করবেন। আমার জীবনে যেন ভালো কিছু করতে পারি সবার কাছে আমি দোয়া সহযোগিতা চাচ্ছি,নাহিদ উজ্জামানের কলেজের শিক্ষক প্রভাষক মোহাঃ শামশুজ্জোহা বিদ্যুৎ বলেন,দেখতে দেখতে নাহিদ উজ্জামান এর ২০ টি বছর পার করে দিলো। তার পরিবার ও তার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে তার সুস্থতা ও মঙ্গল কামনা করছি,মানব সেবা স্বেচ্ছাসেবী আদর্শ সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জিহাদ জানালেন তিনি অনেক ভালো তার জন্য আমার সংগঠন পক্ষ থাকে দোয়া রইল।তার সামনে দিন গুলো যেন ভালোভাবে কাটে আমরা এই প্রত্যাশা করি। গৌড় শিবগঞ্জ” (ম্যাংগো সিটি) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আলমগীর জয় জানালেন তার সামনের দিনগুলো যেন ভালভাবে কাটে দোয়া রাখি তার কর্মজীবন ও পারিবারিক জীবনে সুস্থতা ও সফলতা কামনা করছি এবং
“লোক কল্যাণ সংস্থা”
(একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রহিম আলী জানান, নাহিদ উজ্জামান একজন তরুণ সাংবাদিক,স্বেচ্ছাসেবী এবং অনেক মেধাবী তার আগামী দিনের সাফল্যের পথ চলার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো ৷
Leave a Reply