মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ নিয়ামতপুরে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার নাহিদ (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। গত ১৯ জুলাই নিয়ামতপুর সরকারি কলেজের গেট সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করেছে। অপহরণের ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় নাহিদ ও নাহিদের বাবা-মাসহ মোট ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত নাহিদ শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণ পাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী নিয়ামতপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। নাহিদ ওই ছাত্রীকে কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করতো। অপহরণ ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদরের গার্লস স্কুল এন্ড কলেজের সামনে প্রাইভেট পড়ে সরকারি কলেজের গেট সংলগ্ন এলাকা থেকে নাহিদ ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজি তুলে নিয়ে যায়।
ভুক্তভোগীর বাবা কামরুজ্জামান বলেন, আমার মেয়েকে উত্যক্ত করার কারণে নাহিদের বাবা-মাকে বললেও তারা কোন ব্যবস্থা নেয়নি। স্থানীয়ভাবে খোজাখুজি করে উদ্ধারের চেষ্টা করলে উদ্ধার না হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply