দেব প্রসাদ দাশ।
স্টাফ রিপোর্টার।
১৮জুলাই-২০২২ইং রোজ সোমবার।
নড়াইলে মহানবী(সা:)কে নিয়ে ফেসবুকে কটুক্তির জের ধরে নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া বাজার ও সাহাপাড়ার বাড়ি,দোকান, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১৭ জুলাই) রাতে লোহাগড়া থানা পুলিশ দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি, দোকান, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, দিঘলিয়া গ্রামের মৃত ইসাহাক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৮), চরমাউলী গ্রামের মৃত আজিজুল গাজীর ছেলে কবির গাজী (৪০), তালবাড়িয়া গ্রামের মৃত আমিনউদ্দিনের ছেলে সাঈদ শেখ (৫৫), বাটিকাবাড়ি গ্রামের কবির শেখের ছেলে রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের সাজেদুর রহমানের ছেলে মাসুম বিল্লাহ (৩০)।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান সোমবার সকালে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানবীকে (সা:) নিয়ে ফেসবুকে কটুক্তির জের ধরে উপজেলার দিঘলিয়া বাজার ও সাহাপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান, বাড়ি, মন্দির ভাংচুর ও একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গত রোববার বিকালে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। সৃষ্ট ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করে সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সৃষ্ট ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply