সালমা আঁখি ঃদৈনিক সময়ে সংগ্রাম
রাজশাহীর চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার জোনাকিপাড়া গ্রামে কোরবানী দেয়া গরুর গোস্তের টুকরার মধ্যে আরবী অক্ষরে আল্লাহ লেখা পাওয়া গেছে।
জানাগেছে,নাচোল উপজেলার জোনাকিপাড়া গ্রামে মোঃ দুলাল ও তার প্রতিবেশি যৌথভাবে ঈদের দিন একটি গরু কোরবানী দেয়।সেই মাংশ রান্না করার সময় আরবী অক্ষরে আল্লাহ নাম লেখা সম্বলিত গোস্ত টুকরা দেখতে পায়। পরে ওই গোস্তের টুকরো আলাদা করে সংরক্ষণ করে।
এ খবর ছড়িয়ে পড়লে গোস্ত টুকরা দেখার জন্য অনেক লোকজন তার বাড়িতে ভীড় জমায় । ঈদের দিন নামাজ শেষে গরুটি জবাই করে নিজেদের ভাগের গোস্ত রেখে বাকী গোস্ত সমাজের গরীব লোকদের মধ্যে বিলি বণ্টন করে দেন। দুপুরে দুলালের স্ত্রী গোস্ত রান্না করার সময় একটি টুকরা পাতিলের ভিতর থেকে বার বার ওপর দিকে ভেসে উঠে। খেয়াল করে দেখেন ভেসে ওঠা গোস্তের টুকরার মধ্যে আরবী অক্ষরে আল্লাহ লেখা। খবর পেয়ে আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা গোস্তের টুকরা এক নজর দেখার জন্য বাড়ীতে ভিড় জমাচ্ছে।
Leave a Reply