চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ০৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুর বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, গত বুধবার (০৬জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া ছিন্নমূল মানুষের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ০৫নম্বর মহাদেবপুর ইউনিয়ন পরিষদ এ কর্মসূচি বাস্তবায়ন করে। মহারাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব চাল বিতরণ করা হয়।
অভিযোগ রয়েছে, ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুর লোকজন চাল বিতরনের সময় উপস্থিত হয়ে একেকজন ব্যক্তি ৬-১০ জনের সমান চাল তুলে নিয়ে যায়। এতে লাইনে থাকা লোকজন বাধা দিলে তাদেরকে হুমকি দেয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুর লোকজন। একজন ব্যক্তি একটি করে কার্ড বিতরনের কথা থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ লাইনে চাল নেয়া সুবিধাভোগীদের।
এবিষয়ে কথা বলতে চাইলেও মুখ খুলতে নারাজ অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম মন্টু। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিয়মের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউপি সদস্যদেরকে বারবার এমন গর্হিত কাজ থেকে বিরত থাকতে বললেও তারা তা শুনছেন না। ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুসহ অন্যান্য যেসব সদস্য এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, ইদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরনে কেন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply