মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের দরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ শুভেচ্ছা হিসেবে ভিজিএফ চাল বিতরণের ব্যবস্থা করেছেন। নওগাঁর নিয়ামতপুরেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নসহ ৮ ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল বিতরণ করা সম্পন্ন হয়েছে।
জানা যায়, গতকাল ৬ জুলাই এবং আজ ৭ জুলাই দুই দিন ধরে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ১নং হাজীনগর ইউনিয়ন, ২ নং চন্দননগর ইউনিয়ন ভাবিচা ইউনিয়ন, ৪নং নিয়ামতপুর সদর ইউনিয়ন, ৫নং রাসুলপুর ইউনিয়ন, ৬নং পাঁড়ইল ইউনিয়ন, ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন ও ৮নং বাহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে ট্যাগ অফিসারদের তত্ত্বাবধানে উপজেলার ৩৯ হাজার ৯শ ৫৭টি দুস্হ ও অসহায় পরিবারের মাঝে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়।
ভিজিএফ চাল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্বোধন করেন স্ব স্ব ইউপি চেয়ারম্যান। চন্দননগরে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসাইন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নিয়ামতপুর ও পল্লী সঞ্চয় ব্যাংকের জালাল উদ্দীন। চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, ঈদুল উল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়তি আনন্দ বয়ে আনবে।
Leave a Reply