দেব প্রসাদ দাশ।
স্টাফ রিপোর্টার।
মেয়েটির নাম জোঁসনা বেগম পিতাঃ মৈহেদ্দীন মুন্না, টোনা,ডাকঃ খাশিয়াল,উপজেলা : কালিয়া, জেলা নড়াইল।
মেয়টি কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী।
প্রায় ১-১.৬ বছর আগে গোপালগঞ্জ জেলার বোয়াইলের, মিরাজচরের মোঃ শানাল এর সাথে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়(তাদের কোন সন্তান নেই) সেই সময়ে মেয়েটির শারীরিক সমস্যা নিয়ে বর সহ ছেলের পরিবারের কারোই কোন অভিযোগ ছিলো না।
বিয়ের ১-২ মাস অতিক্রম করার পর তার সাথে শুরু করে মানসিক ও শারিরীক নির্যাতন মূলত যৌতুকের জন্য চাপ দিতে থাকে বাক প্রতিবন্ধী মেয়েটি অসহায় হয়ে পড়ে এদিকে বাবার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না।
এভাবে দীর্ঘদিন একই প্রকার নির্যাতনের শিকার হতে হয় বাক প্রতিবন্ধী মেয়েটিকে।
মাঝে মাঝে সে নির্যাতন সয্য করতে নাপেরে বাপের বাড়ি টোনা গ্রাম চলে আসতো।
পরিবারের লোকজন ছেলের পরিবারের সাথে কথা বলে একটা মিমাংসা করে বাক প্রতিবন্ধী মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত।
কিন্তু গত ২৮-০৬-২২ রাতে মেয়েটি অমানবিক শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় যাতে সে অসুস্থ হয়ে পড়ে।
তাকে ডাক্তার পর্যন্ত দেখানো হয়নি, সারা রাত যন্ত্রণায় কাতরাতে থাকে।
পরের দিন সকালে আনুমানিক ৯:৩০ এর দিকে মেয়েটি কাউকে কিছু না বলে আবারও শারিরীক নির্যাতনের ভয়ে গোপালগঞ্জ এর গ্রামের শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যায়।
তারপর থেকে মেয়েটিকে আর খূঁজে পাওয়া যাচ্ছে না। সে তার বাপের বাড়ি টোনা গ্রামেও আসেনি তার পরিবারের কেউ তার সাথে যোগাযোগ করতে পারছেনা।
আমরা চাই ছেলেটি(মোঃ শানাল,গ্রম: মিরাজচর,পোস্ট: বোয়াইলে, জেলা : গোপালগঞ্জ) এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
আমি নিচে মেয়েটির সম্পর্কে বিস্তারিত দিয়ে দিচ্ছি।
নাম: জোঁসনা বেগম।
পিতা: মৈহেদ্দীন মুন্না।
গ্রাম :টোনা।
পোস্ট :খাশিয়াল।
উপজেলা :কালিয়া।
জেলা:নড়াইল।
গায়ের রং : শ্যামলা।
উচ্চতা : ৪’.৮”
বয়স: ৩০ বছর।
মুখমন্ডল: গোলাকার।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পান তবে আপনার কাছে বিনীত অনুরোধ যে
কালিয়া/নড়াগাতী থানায় অথবা
নিচের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন 🙏🙏🙏
মো: 01902733249(ভাই)
01735284784
Leave a Reply