নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। তিনি আজ (১জুলাই) শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি গতকাল বৃহস্পতিবার দিনে পাতলা পায়খানা করছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গতকাল সন্ধ্যায় (বৃহস্পতিবার) রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এবং আজকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি উপজেলার চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মৃত আফাজ মন্ডলের ছেলে। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। মৃত্যুকালে ১ ছেলে চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও ২ মেয়েকে রেখে যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বাধীনতার পর থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বামইন স্কুল এন্ড কলেজর সভাপতি এবং একইসাথে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ইতি পূর্বে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোকাহত হয়েছেন গ্রামের মানুষ, আত্মীয়-স্বজনরাসহ দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী।
Leave a Reply