সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
দীর্ঘ ০৯ বছর ধরে ঢাকায় আত্মগোপন করে থাকা ১০ দশ বৎসরের সশ্রম সাজা প্রাপ্ত আসামী আজাদ (৪০) অবশেষে তানোর থানা পুলিশের চৌকস টিমের জালে আটক।
রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম বারের নির্দেশনায় ২২ জুন বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় পল্টন থানা, ডিএমপি, ঢাকা এলাকায় অভিযান পরিচালনা করে তানোর থানা পুলিশের একটি টিম। দীর্ঘ ০৯ বছর ধরে আত্মগোপন করে থাকা মানবপাচারকারী GR- W/A মূলে ১০ (দশ) বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ আজাদ (৪০), পিতা- বাক্কার আলী, সাং-ভবানীপুর, পোঃ কামারগাঁ, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয় তানোর থানা পুলিশ টিম।
গ্রেফতারকৃত আসামীকে অদ্য ইং ২৩ জুন বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply