এম.আফিফুর রহমান কাউছার।
দক্ষিণ এশিয়ার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপিঠ আল্ জামিয়া আল্ ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাকীমুল ইসলাম আল্লামা শাহ্ মুফতি আব্দুল হালিম বোখারী রহঃ এর জানাজা সম্পন্ন হয়েছে।
অদ্য রাত ১০ টা ১৫ মিনিটের সময় হুজুরের নিজ কর্মস্থলে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজে উপস্থিত ছিলেন উম্মুল মাদারিস মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওঃ ইয়াহয়া সাহেব, জিরি মাদ্রাসার পরিচালক আল্লামা খুবাইব সাহেব, কক্সবাজার -রামু ৩ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব সাইমুম সরওয়ার কমল এমপি,সাতাকানিয়া লোহাগড়ার সাংসদ জনাব আবু রেজা নদভী,পটিয়ার উপজেলা চেয়ারম্যান, মেয়র, সহ হাজারো দূর থেকে আগত তার ছাত্র এবং সাধারণ মুসল্লিগন
গত ১৯ শে জুেেন ২২ ইংরেজি বাদে মাগরিন এজমাজনিত কারনে শ্বাসকষ্ট বেড়ে গেলে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল সি এস সিআর তে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউ তে হস্তান্তর করে।
অবশেষে আজ ২১ শে জুন ২২ ইংরেজি সকাল দশ ঘটিকার সময় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সময় তার বয়স ছিলো ৭৭ বছর মৃত্যুকালীন সময়ে তার চার সন্তান ও তিন মেয়ে স্ত্রী সহ হাজারো বক্তগন।
জানাজা শেষে মাদ্রাসার কবরস্থান মাকবারায়ে আজিজীতে তাকে সমাহিত করা হয়।
Leave a Reply