চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘদিন অবৈধ দখলে থাকার পর অবশেষে দখলমুক্ত হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নার্সিং হোম এন্ড ডায়াগনষ্টিক সেন্টার । শনিবার ১৮ই জুন ২০২২ সকালে নিজ নামের দলিলপত্র ও লাইসেন্স হাতে নিয়ে নিজ প্রতিষ্ঠানে ঢুকেছেন শিবগঞ্জ নার্সিং হোম এর পরিচালক মো: গোলাম আযম । এসময় তিনি জানান, আমার নামে হাসপাতালের লাইসেন্স ও ভবনের দলিল থাকার পরেও ক্ষমতার জোরে ইতিপূর্বে আমার সাথে শেয়ারে থাকা রানাউল ইসলাম শাহানাজ হাসপাতালটি নিজ দখলে রেখেছিল । এরপর আমি অবৈধ দখলমুক্ত করতে একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের স্বরণাপন্ন হয়েছিলাম। তারাও দফায় দফায় বিষয়টি সমাধান করতে চেষ্টা করেও ব্যর্থ হয় । অবশেষে আমি আমার প্রয়োজনীয় সকল দলিল পত্র নিয়ে হাসপাতালে ঢুকতে গেলে তারা আমার উপর চড়াও হয় । এসময় প্রত্যক্ষদর্শীরা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে এবং আমার সকল বৈধ কাগজপত্র দেখে আমাকে আমার হাসপাতাল দখলে নিতে সহযোগীতা করে । তবে এসব বিষয়ে রানাউল ইসলাম শাহনাজ এর নিকট জানতে চাইলে তিনি বলেন ৫% এর মালিক গোলাম আজম আমার ভাই কে হত্যার উদ্দেশ্যে প্রচুর মারধর করে জখম করে ও আমার স্টাফদের জোরপূর্বক বের করে দেন।
এদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া
Leave a Reply