দেব প্রসাদ দাশ।
স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলার, নড়াগাতী থানার, ওসি সুকান্ত স্যারের উদ্যোগে মাউলী ইউনিয়ন পরিষদ বীট সাম্প্রদায়িক সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয় এতে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস.আই মো: ফিরোজ আহমেদ, এ.এস.আই মো: খলিল।
এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এক্ষেত্রে সবাই তাদের নিজেস্ব মত বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কি ভাবে ইউনিয়নে বজায় রাখা যায় সেসব বিষয়ে আলোকপাত করেন।
এক্ষেত্রে নড়াগাতী থানার ওসির মুখপাত্র এস.আই. ফিরোজ আহমেদ নড়াগাতী থানার ওসি সুকান্ত স্যারের নিদর্শনা পড়ে শোনান এবং আরো দিক নির্দেশনা দেন।
১. এলাকাভিত্তিক কমপক্ষে তিন/চার টি এলাকায় সনাতন ধর্মাবলম্বী সকল ব্যাবসায়ীদের নিয়ে অন্য ধর্মে আঘাত করে এরুপ পোস্ট প্রদান করা থেকে সম্পূর্ণ বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
২.আজান ও নামাজের সময় মসজিদের সন্নিকটে অবস্থিত মন্দির ও মন্ডপে ঢাকের আওয়াজ বা মাইকের আওয়াজ বন্ধ রাখা।
৩। বিভিন্ন হাট-বাজার, বিভিন্ন চায়ের দোকান, স্কুল-কলেজ অর্থাৎ পাবলিক প্লেসে ধর্মীয় অনুভূতে আঘাত আনে এরুপ কথা বিনিময় না করে সে বিষয়ে নিদর্শনা প্রদান করতে হবে।
৪। যারযার ধর্ম তারতার ক্ষেত্রে বাড়াবাড়ি কোন অবকাশ নেই।
৫।নিজ নিজ মন্দিরের সুরক্ষা নিশ্চিত কল্পে নৈশ্য প্রহরী সহ সিসি ক্যামেরা স্থাপন করা।
৬। জুম্মায় নামাজে ধর্মপ্রাণ মুসল্লীদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অন্য ধর্মের প্রতি সহনশীলতা প্রদর্শনের জন্য বয়ান রাখা।
৭। যে কোন গুজবে কান না দিয়ে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই পূর্বক নিকটস্থ থানা/ক্যাম্প/ফাড়ি/তদন্ত কেন্দ্রে / চেয়ারম্যান, মেম্বার, পুলিশ সুপারকে অবহিত করার বিষয়টি নিশ্চিত করবেন।
৮। হিন্দু অধ্যুষিত এলাকায় সকলের সমন্বয়ে সম্প্রতি বজায় রাখার সার্থে সভা করা।
এক্ষেত্রে আরও আলোচনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি দেব প্রসাদ দাশ।
বাংলাদেশ পুঁজা উদযাপন কমিটির মাউলী ইউনিয়নের সধারন সম্পাদক তুষার বৈদ্য।
বাংলাদেশ আওয়ামী লীগের মাউলী ইউনিয়নের সাধারণ সম্পাদক শান্ত স্বর্নকার।
এছাড়া মাউলী ইউনিয়নের ৫নং ও ৯ নং ওর্য়াডের ইউনিয়ন পরিষদের সদস্য মো: আশরাফুল ইসলাম ও মো: লায়েক আলী শেখ তাদের নিজেস্ব বক্তব্য রাখেন।
এছাড়া মো: ইমরুল খান, মো: বাচ্চু শেখ আারও প্রমূখ ব্যাক্তিবর্গ আলোচনা করেন।
Leave a Reply