রহমত -ই- খোদা,নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট, শনিবার ১৮ জুন ২০২২ইং
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার (ইলিয়াছ আহমেদ চৌধুরী) ফেরি ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার বিকেলে স্পীডবোট যোগে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষন করেন। জনসভায় সারাদেশ থেকে আসা মানুষের জন্য ব্যবস্থাপনার বিষয়গুলো সরেজমিনে দেখেন।
তিনি লঞ্চ ঘাট ও জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় নৌ পথে আসা যাত্রীদের জন্য আলাদা আলাদা অস্থায়ী পল্টুন স্থাপনের বিষয়ে খোঁজ খবর নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবে, সবার দৃষ্টি থাকবে উদ্বোধনে অনুষ্ঠানে দিকে। ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ভাষন দিয়েছিলেন তখন সাড়ে ৭ কোটি বাঙ্গালীর হৃদয় ছুঁয়ে ছিল। পদ্মা সেতু সেই ৫০ বছর পরে বাংলাদেশে এমন একটি উদযাপন যা ১৭ কোটি বাঙ্গালীর হৃদয় ছুঁয়ে যাবে।
তিনি বলেন,পদ্মা সেতু উদ্বোধন কে ঘিরে সমন্বিত ভাবে কাজ করছে কয়েকটি মন্ত্রণালয় ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সকল দপ্তর ও মন্ত্রনালয় সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে যাচ্ছে ।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এত উৎসবমুখর অনুষ্ঠান আর কখনো হয়নি। যেটা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে হতে যাচ্ছে। ১৭কোটি মানুষের দেশটিই সেদিন থাকবে পদ্মা সেতুর জনসভার দিকে। নৌ- পরিবহন প্রতিমন্ত্রী সাথে ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল সহ প্রসাশনের সকল সেক্টরের কর্মকর্তারা।
Leave a Reply