মোঃ নাজমুল হক
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ জুন) রবিবার ৫টার দিকে বামইন স্কুল এন্ড কলেজ মাঠে মহিলা লীগের পক্ষে উদ্বোধক ছিলেন উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন। চন্দননগর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসলেমা বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক চন্দননগর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) রুমা বেগম। কাউন্সিলে মোসলেমা বেগম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে রুমা বেগম কে নির্বাচিত করে কমিটি গঠন করে।
কৃষকলীগের পক্ষে উদ্বোধক ছিল উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অবিনাশ মহন্ত এবং প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান সদস্য সচিব উপজেলা আওয়ামী কৃষকলীগ।
চন্দননগর ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মতিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চন্দননগর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক ইয়ারবক্স। কাউন্সিলে আজিজার রহমান সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
আওয়ামী সেচ্ছাসেবকলীগের পক্ষে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির এবং প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক সুমন। চন্দননগর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সঞ্চালনা করেন চন্দননগর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার।
কাউন্সিলে সুমন হোসেন সভাপতি ও বুলবুল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।
পূর্বে অনুষ্ঠিত চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটির সভাপতি শীষ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে আঃ রশিদের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ও খাদ্যমন্ত্রী বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়। তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বলছে, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে, সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ গড়ে উঠছে। শেখ হাসিনা ক্ষমতা থেকেই বাংলাদেশে নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলাআওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রহমান, আবেদ হোসেন মিলন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিরাজ চন্দ্র, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদিসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
Leave a Reply