মোঃ হুমায়ুন কবির সাকিব ,
নির্বাহী সম্পাদক,
রূপসার কৃষক পঞ্চানন বৈরাগী (৪৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে ঘাটভোগ ইউনিয়নের সিন্দুরডাঙ্গা গ্রামের মৃতঃ জগদীশ বৈরাগীর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।আনুমানিক ভোরের দিকে স্থানীয়রা ইলিয়াজ শেখ এর মৎস্য ঘেরের শিরিস গাছে কৃষক পঞ্চানন এর লাশ গাছে ঝুলতে দেখে পরিবারকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্বার করে।পারিবারিক কলহের জেরে এবং অনেক টাকা ঋণ থাকার কারণে সে আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে।পূর্বে ও একাধিকবার আত্যহত্যার চেষ্টা করেছিল কৃষক। পঞ্চানন বৈরাগীর স্ত্রী,১ ছেলে ১ মেয়ে রয়েছে।ঘটনা জানতে পেরে রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, পুটিমারি পুলিশ ক্যাম্প আইসি এস আই বাবলা দাস ঘটনাস্থলে এসে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply