দেব প্রসাদ দাশ
কালিয়া(নড়াইল) উপজেলা প্রতিনিধি।
মঙ্গলবার দিবাগত রাত ১:০০ টার সময় নড়াইল জেলার কালিয়া উপজেলার মহাজন গ্রামের সুবাশ দাশ এর গোয়াল ঘরে একটি ষাঁড় এর জন্য স্টান্ড ফ্যান ব্যবহার করে।
কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ফ্যান এর তার গোয়ালে রক্ষিত খড়ের গাদায় ভিতর চাপা পড়ে এবং ষাঁড়টি খড় সহ বিদ্যুৎ এর তার চাবিয়ে খেতে থাকলে তাৎক্ষনিক ষাঁড়টি মারা যায় ষাঁড়টির দাম আনুমানিক ১৫০০০০ টাকা।
এক্ষেত্রে সুবাশ চন্দ্র দাশ বলেন তিনি একজন প্রান্তিক কৃষক তিনি প্রচন্ড ভাবে মানসিক ভাবে কষ্টে আছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমাদের সকলের উচিত সাবধানতার সহিত বিদ্যুতের উপকরণ ব্যবহার করা উচিত যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।
Leave a Reply