স্টাফ রিপোর্টার।
নড়াইল আজ২৩ মে-২০২২ইং রোজ সোমবার নড়াইল কালিয়া থানাধীন চাচুড়ী বিলের মধ্যে একটি মাছের ঘেরে কৌশলে গাঁজা চাষ করে।ইয়াসিন হোসেন ও শাকিল হোসেন,এসময় দুইজন গাজাঁ চাষীকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়,কালিয়া থানাধীন চাচুড়ী বিলের মধ্যে একটি মাছের ঘেরে কৌশলে গাঁজা চাষ করে।মোঃ ইয়াসিন হোসেন মোঃ শাকিল হোসেন,এমন গোঁপন সংবাদের ভিত্তিতে চাচুড়ী বিলের মধ্যে একটি মাছের ঘেরে অভিযান চালায়।যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের সৌরভ হোসেনের ছেলে ইয়াসিন হোসেন (২৭)এবং যশোর চৌগাছা উপজেলার ধুলিয়ানা গ্রামের শরীফুল ইসলামের ছেলে শাকিল হোসেন(১৯)কালিয়া উপজেলার চাচুড়ী বিলের পার্শ্ববর্তী আটলিয়া গ্রামের মাহিম শেখ ও আলম শেখের মাছের ঘেরে ইয়াসিন ও শাকিল কর্মচারী হিসেবে কাজ করতেন।তবে সে সুযোগে দুইজন গাজাঁ চাষী মাছের ঘেরে গাঁজার চাষ করে ছিলেন।গাঁজা চাষের খবর পেয়ে কালিয়া থানার এস আই মো:মারুফ হাসান,এএসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আজ সোমবার দুপুর অনুমান ১টার পর সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ দুইজনকে আটক করে পুলিশ।এসআই মারুফ হাসান জানায় মাছের ঘেরে গাঁজা চাষের অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।নড়াইল জেলা পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply