আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার মৌসুম শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি। গোপালভোগ আম বাজারে নেমেছে। এছাড়াও কিছু গাছে গুটি জাতের আম পাকায়, বাজারে বিক্রি হচ্ছে। হাতে গোনা আর কয়দিন বাদেই মিলবে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম।
কুরিয়ারে নিরাপদ আম জেলার বাইরে ভোক্তাদের কাছে পৌঁছাতে উদ্যোক্তারা। চাঁপাই ম্যাংগো বিডি ও জাহিদ ম্যাংগো নামে দুটি ফেসবুকে পেজ খুলে চাঁপাইনবাবগঞ্জের আমের প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা। যদিও বেশ কয়েক বছর ধরে সারাদেশে আম সরবরাহ করে আসছে তারা।
চাঁপাইনবাবগঞ্জের তরুন উদ্দোক্তা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ জানান, বিগত ৯ বছর যাবত অনলাইনে আম সরবরাহ করি। গেলো দুবছরের করোনাকালে আমরা গ্রাহকের হাতে তুলে দিয়েছি চাঁপায়ের সেরা আম। বিভিন্ন চড়াই- উৎরাই পেরিয়ে সফলতার মুখ দেখছে চাপায়ের আম। আমাদের জেলার আম গুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের প্রধান প্রধান শহরের বাজারগুলোতে পাইকারি দরে বেচে থাকি।
এছাড়া সুপার সপগুলোতেও চাঁপাইয়ের আম পাওয়া যায়,সেগুলো আমরাই সরবারহ করি।
তিনি আশাবাদী এ বছর প্রায় ২০০০ মন আম সরবরাহ হবে ।
শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি সদস্য আবু জাওয়াদ দাদ খান জাকী জানান, অনলাইনে আমাদের ওয়াহিদ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে সে বাগানের বাছাইকৃত প্রিমিয়াম কোয়ালিটির আম গুলো গ্রাহক পর্যায়ে সরবরাহ করে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশন এর যুগ্ন সম্পাদক ও জি এম এস ফার্মের পরিচালক গোলাম মোস্তাফা সুমন জানান,আমি ওয়াহিদ সহ আরো কয়েকজন পবিত্র মাহে রমজানে বারোমাসি সুইট কাটিমন আম সারা দেশে ডেলিভারি দিয়েছি।ভালো মানের আম সরবরাহ করে গ্রাহকের মনে আস্থা অর্জন করেছে ওয়াহিদ।আশা করি সে এ সেক্টরে আরো এগিয়ে যাবে।
Leave a Reply