সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর তানোরে হিরোইন সেবন করা অবস্থায় পুলিশের হাতে আটক হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন ও তার দুই সহযোগী।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এস আই হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স তানোর পৌরসভার কালীগন্জ মাসিন্দা গ্রামের আলতাব আলীর বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় হেরোইন সেবন করা অবস্থায় হাতে নাতে তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাসারদীঘি গ্রামের আবুল সরদারের পুত্র সারোয়ার হোসেন শাওন (২৬) মাসিন্দা গ্রামের আলতাব আলীর পুত্র লিটন (৩৬) ও ভাটপাড়া গ্রামের মোজাহারুলের পুত্র হাফিজুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেন পুলিশ।
তানোর পৌরসভার বিট অফিসার এস আই হাফিজুর রহমান বলেন, আইন সবার জন্য সমান মাদকবিরোধী অভিযান চালিয়ে হিরোইন সেবন করা অবস্থায় হাতে নাতে তাদেরকে আটক করা হয়েছে এখন থানা কাস্টরিতে আছে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply