মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
প্রথম সন্তানের জন্ম নেওয়ার সময় ক্লিনিকে ভর্তি হয়ে সন্তানের জন্ম দিতে হয়েছিল। বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা এগিয়ে যাওয়ায় দ্বিতীয় সন্তান জন্মের সময় হয়ে আসায় আবারও ক্লিনিকে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু যখন জানতে পারলাম নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির অপারেশন (সিজার) শুরু হচ্ছে তখন আর ক্লিনিকের চিন্তা না করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে গেলাম। আমার সৌভাগ্য যে প্রথম প্রসূতি অপারেশন (সিজার) আমাকে দিয়ে উদ্বোধন হলো। ডাক্তার ও নার্সদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেলাম। কথাগুলো বলছিলেন উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা মিথুনের স্ত্রী জেবা রেজওয়ানা রুমকি (২৩)।
উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গতকাল বুধবার (১৮ মে) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব উল আলম, সার্জন সাইফুল ইসলাম, কনসালটেন্ট সার্জারী তারিকুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকগণ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব উল আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা খুব জরুরি ছিল। এলাকাবাসীর দাবী ও প্রসূতির স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যেই এ কার্যক্রমের উদ্বোধন হলো। এখন সকলে বিনামূল্যে এ সেবার আওতায় আসবে বলে জানান তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, বর্তমানে প্রসূতির সেবা মানেই ক্লিনিকের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। ফলে অনেক অসহায় পরিবার সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রসূতির অপারেশন শুরু হওয়ায় উপজেলায় স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে বলে জানান তিনি।
Leave a Reply