সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) হাফিজুর রহমান ও এসআই (নিঃ) আকতারুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ১৮ মে বুধবার তানোর থানা এলাকায় মাদকবিরোধী পূথক পূথক অভিযান পরিচালনা করে হেরোইন, ইয়াবা ও চোলাই মদ সহ ৪ জনকে আটক করা হয়েছে।
এস আই হাফিজুর রহমান তানোর পৌর ঠাকুর পুকুর থেকে ২৪ (চব্বিশ) গ্রাম হেরোইন ও ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১। পুলিশের তালিকা ভুক্ত মাদক লিষ্টের আসামী যাহা জেলা তালিকার ক্রমিক নং-১৮০ বিপ্লব (ফকির)(৩৫), পিতা-হক সাহেব। ২।জেসমিন বেগম(৩৫), , স্বামী- বিল্পব (ফকির) সাং-ঠাকুরপুকুর
৩। আঃ মান্নান (বাবু)(৩৮), পিতা-মৃত হুজুর আলী , গ্রাম- গোল্লাপাড়া, উভয় আসামির থানা- তানোর জেলা রাজশাহী।
এসআই (নিঃ) আকতারুজ্জামানের পূথক আরেকটি মাদকবিরোধী অভিযানে মাদকের তালিকা ভুক্ত আসামী রিতা সরেন(৪৩), স্বামী- সাহেব হেমরম,সাং-কিসমত বিল্লি আদিবাসী পাড়া , থানা- তানোর,জেলা -রাজশাহীকে ১২(বার) লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।
সকল আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা রজু করেন তানোর থানা পুলিশ এবং ১৯ মে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply