সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলা পুলিশ সুপার, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম বারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সনাতন চক্রবর্তীর সার্বিক তত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেল, আসাদুজ্জামান ও তানোর থানার অফিসার ইনচার্জ, কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে GR -সাজা প্রাপ্ত W/A মূলে ইং ০৯ এপ্রিল অভিযানে ০৪(চার) বছর ধরে আরএমপি রাজশাহীতে আত্মগোপন করে থাকা চুরি মামলায় পলাতক ০১(এক) বছরের সশ্রম সাজা প্রাপ্ত আসামী ১। এমাজ উদ্দিন, পিতা-নূর মোহম্মদ, সাং-চাকোট, থানা-তানোর, জেলা-রাজশাহীকে বোয়ালীয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় । CR-W/A মূলে ০১(এক) বছর০৬(ছয়) মাসের সশ্রম সাজাপ্রাপ্ত ০১জন আসামী ১। মোঃ হাসান আলী, পিতা-মৃত শুকুর গাইন, সাং-ছা্ঐড়, থানা- তানোর, জেলা –রাজশাহী এবং GR-W/A মূলে আসামী ১। মোঃ শাহীন, পিতা-আঃ সামাদ, সাং-মুন্ডুমালা উত্তর পাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়।
পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১(এক) কেজি গাঁজা সহ আসামী ১।মোঃ কামাল হোসেন(৫২), পিতা- মৃত নুরুল ইসলাম , গ্রাম- পাচন্দর, থানা- তানোর, জেলা -রাজশাহী ২।মোসাঃ নাসিমা খাতুন(৫০), স্বামী মোঃ কামাল হোসেন , গ্রাম- পাঁচন্দর, থানা- তানোরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৭, তারিখ-০৯ এপ্রিল ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯(ক) রুজু হয়। মাদক সেবনের অপরাধে আসামী ১। মোঃ লুৎফর রহমান(৩৮), পিতা- মোঃ নইমুদ্দিন , গ্রাম- মালশিরা, থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৮, তারিখ-১০ এপ্রিল ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (৫) রুজু হয়। ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন সহ ১। মোঃ মোস্তাকিন আলী(২৪), পিতা- মৃত নূরুল ইসলাম , গ্রাম- জিওল (চাঁনপুর) , থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৯, তারিখ-১০ এপ্রিল ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ৮(ক) রুজু হয়। তানোর থানার মামলা নং-১০, তারিখ ১০ ইং ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড সংক্রান্তে আসামী১। মোঃ রায়হান @ বাবু(২৭), পিতা- রিয়াজ উদ্দিন , গ্রাম- রায়তান আকচা, থানা- তানোর, জেলা -রাজশাহী ২। মোঃ সাইদুর রহমান(৫০), পিতা- মোঃ খলিল শাহ , গ্রাম- রায়তান আকচা, থানা- তানোর, জেলা –রাজশাহী ৩। মোঃ আনারুল ইসলাম(২৮), পিতা- মৃত ময়েজ উদ্দিন , গ্রাম- গোল্লাপাড়া, থানা- তানোর, জেলা –রাজশাহীদেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৩৩ (তেত্রিশ) গজ কালো তার, যাহার মূল্য ৮,০০০/- টাকা এবং তামার তার ৫০০ (পাঁচশত) গ্রাম, যাহার মূল্য ৪,০০০/- টাকা মূল্যমানে চোরাই মালামাল উদ্ধার করা হয়। সর্ব মোট গ্রেফতারকৃত ১০ (দশ) জন আসামীদেরকে অদ্য ইং ১০/০৫/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে ।
Leave a Reply