গত ২৫ এপ্রিল বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে “শিবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ এনজিও” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, স্থানীয় আর্থ সামাজিক উন্নয়নে কাজ করা মৌমাছি সমাজ উন্নয়ন ফাউন্ডেশন লিমিটেড অবৈধভাবে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিক্তিহীন ও উদ্দ্যেশ্য প্রনোদিত।
প্রকৃতপক্ষে, শাহবাজপুর ইউনিয়নের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে মৌমাছি সমাজ উন্নয়ন ফাউন্ডেশন লিমিটেড। এমনকি এই আর্থ সামাজিক উন্নয়নকাজ করতে জয়েন্ট স্টক লিমিটেডের নিবন্ধন রয়েছে প্রতিষ্ঠানটির। কয়েকজন উদ্যোক্তা মিলে স্থানীয় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষদের ঋণ প্রদান করছে। এছাড়াও স্বল্প আয়ের মানুষরা মৌমাছি সমাজ উন্নয়ন ফাউন্ডেশন লিমিটেডে তাদের জমানো অর্থ সঞ্চয় করে জীবনযাপন করছে।
আমরা এসব কাজ পরিচালনার জন্য শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছি। এতে স্কুলের প্রাপ্ত ভাড়া স্কুলের উন্নয়নকাজে ব্যবহার করা হয়। মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠানটির নামে সংবাদটি প্রকাশ করতে সাংবাদিক ভাইদের ভুল তথ্য প্রদান করেছে। সামাজিকভাবে হেয় করতে ও আমার সম্মানহানির উদ্দেশ্যেই সংবাদটিতে প্রকাশ করা হয়েছে। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
ব্যবস্থাপনা পরিচালক
মৌমাছি সমাজ উন্নয়ন ফাউন্ডেশন লিমিটেড,
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
Leave a Reply