মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান(পিএএ) এর কাছ থেকে উপহার অটো চার্জার ভ্যান উপহার পেয়েছেন উপজেলার সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামের শামসুজ্জামান (৪৫)। রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসকের পক্ষে ভ্যান হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।
শামসুজ্জামান বলেন, আমার দীর্ঘদিনের চাওয়া ছিল অটো চার্জার ভ্যান। আর্থিক সংকটে কিনতে না পারায় জেলা প্রশাসক মহোদয় আমাকে একটি ভ্যান উপহার দেয়। ভ্যানটি পেয়ে আমার পরিবার পরিচালনা করতে অনেক সহজ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, তার দীর্ঘদিনের চাওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানানো হলে তিনি একটি নতুন ভ্যান কেনার জন্য অর্থ পাঠান। তারই প্রেক্ষিতে আজকে ভ্যান হস্তান্তর করা হলো।
Leave a Reply