মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, ইমাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রেসক্লাবে উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে প্রেসক্লাবের সদস্যরা জনকল্যাণে তাদের লেখনী অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাহবুব আলম।
Leave a Reply