শহিদুল ইসলাম ময়মনসিংহ প্রতিনিধিঃ
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা স্মৃতি সম্মাননা পেয়েছেন ময়মনসিংহের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান।
সোমবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় ইকোনমিক রিপোটার্স ফোরামে আয়োজিত দুই বাংলার গুনীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা পান তিনি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সার্ক কালচারাল ফোরাম, বাংলাদেশ।
অনুষ্ঠানে সার্ক কালচারাল ফোরামের সভাপতি এ.টি.এম. মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী এবং প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ।
অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, ‘আমার মা-বাবার নামে সমাজকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ২০২০ সালে প্রতিষ্ঠা করেছি। প্রতিবছর সাধ্যমতো দুস্থ মানুষের দুঃসময়ের পাশাপাশি বিভিন্ন উৎসবে সহযোগিতা করে আসছি। এই সম্মাননা ভবিষ্যতে সেবামূলক কাজে আমাকে আরও অনুপ্রেরণা জোগাবে।
Leave a Reply