মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে দ্বিতীয় দিনেও টিসিবির পণ্য নিতে মানুষের দীর্ঘ লক্ষ্য করা গেছে।
আগেই জানানো হয়েছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ হাজার ৭ শত ২২ জনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে জরুরী পণ্য বিতরণ করা হবে। টিসিবি পণ্যের মধ্যে ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ২ কেজি চিনি। টিসিবি পণ্যের নির্ধারিত মোট মূল্য ৪৬০ টাকা।
চন্দননগর কলেজ মাঠে গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য ক্রয় করতে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে ২নং চন্দননগর ইউনিয়নে কলেজ মাঠে নামে মানুষের ঢল। বেলা ১১টার সময় ২নং চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি টিসিবির পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন।
৩ টি ট্রাকে এক সাথে পণ্য বিক্রি করার কথা থাকলেও কিছু রাস্তার যানযটের জন্য তা সম্ভব হয়নি বলে জানান ডিলারশীপের কর্মীগণ।
এতে টিসিবির পণ্য নিতে আসা কার্তিকপুরের মিজানুর রহমান বলেন, আমরা সকালে থেকে অপেক্ষা করছি। অপেক্ষার বাঁধ ভেঙ্গে গেছে, তাই আমার কার্ড আমি ছিঁড়ে ফেলেছি। আমার দেখা দেখি আরও ৪জন নিজেদের কার্ড ছিঁড়েছে। আমরা কেউ বসে থাকিনা। আমরা দিন গেলে ৩৫০-৪০০টাকা পাই। আর এখানে আসা যাওয়া করতে ৫০টাকা খরচ করতে হয়েছে। বিনিময়ে ১৫০ কমে পণ্য নিতে হচ্ছে। এতে আমাদের লাভ কি? অনেকে আবার অভিযোগের সুরে বলেন, আমরা পণ্য নিতে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি আর কিছু লোক সামনে দাঁড়ানো তাদের পরিচিতকে টাকা আর কার্ড দিয়ে সমস্যা সৃষ্টি করছে। ইউনিয়নের ২ হাজার ৭ শত ২২ জন কার্ডধারী সুবিধাভোগী টিসিবি পণ্য পাওয়ার কথা থাকলেও অনেকে না আসায় পরে কার্ড ছাড়াই বিক্রি করে।
টিসিবি পণ্য বিতরণ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার এটিইও আঃ হান্নান ও সকল ইউপি সদস্যগণ। এটি একটি চলমান প্রক্রিয়া।
Leave a Reply