মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে আজ ১৯ মার্চ শনিবার বিকাল ৩টায় টিসিবির পণ্য বিক্রয় বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেন, আগামীকাল রবিবার থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। সারাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১কোটি উপকারভোগীদের মাঝে ন্যায্য মূল্যে এ পণ্য বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২৭ হাজার ৭শ ৭৬জন উপকারভোগী এই টিসিবির পণ্য ন্যায্য মূল্যে গ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, একজন উপকরণভোগী ১১০টাকা দরে ২কেজি তেল, ২কেজি চিনি ৫৫টাকা কেজি দরে, ২কেজি ছোলা ৫০টাকা দরে ও মশুর ডাল ২কেজি ৬৫টাকা দরে কিনতে পারবে।
তবে উপকারভোগীদের মাঝে কার্ড দেওয়া হয়েছে। টিসিবির পণ্য নিতে আসার সময় উপকারভোগীর কার্ড আনতে হবে। প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। ২০ মার্চ রবিবারে ১নং হাজীনগর ইউনিয়ন দিয়ে তিনি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করতে চান। এতে নিত্য পণ্যের দাম শিথিল থাকবে বলে মনে করেন তিনি।
Leave a Reply