ডেস্ক রিপোর্ট :
বর্তমানের ইউটিউব টিকটক কাঁপানো তরুণ প্রজন্মের উদীয়মান কন্ঠ শিল্পী কে এইচ রিপনের স্বপ্ন একজন ভালো শিল্পী হওয়া।
কে এইচ রিপন বর্তমানে ” কাল নাগীনি ” শিরোনামের গানটি দিয়ে ইউটিউব টিকটক লাইকি মতো বড় বড় প্লাটফর্মের দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছেন । লিংক :
এছাড়াও তার বেশ কয়েকটি গান দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
বাংলাদেশের মাটি থেকে কে এইচ রিপন বর্তমানে ইন্ডিয়ার কিছু ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করছেন ।
কে এইচ রিপনের ইচ্ছা সে এভাবেই দর্শকের ভালোবাসা নিয়ে গান করে যেতে চাই ।
কে এইচ রিপনের ইচ্ছা তার গানের জগতের দুই অভিভাবক তার প্রতিটা গানের গীতিকার এলেক্স আব্দুস সালাম এবং মিউজিক ডিরেক্টর অনিম খান পাশে থাকলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে
কে এইচ রিপন জানান, আমার গান গুলে এইভাবে জনপ্রিয়তা পাবে কখনোই ভাবি, আমি সথ্যি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আমাদের গান গুলো এইভাবে আপনাদের মনে জায়গা দিয়েছেন। সামনে আর বেশ কয়েকটি গান রেকর্ড সম্পূর্ণ হয়েছে খুব শিঘ্রই গান গুলো প্রকাশ পাবে। আশা করি সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিবো সকলে আমার জন্য দোয়া করবেন
সবার কাছে দোয়া চেয়ে রিপন জানান আপনাদের পাশে পেলেই গান নিয়ে এগিয়ে যেতে চান অনেক দূর।
Leave a Reply