মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
জনগণের পাশে থেকে কাজ করার জন্য বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। ৮মার্চ মঙ্গলবার বিকেলে ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠানে ভার্চুয়ালী এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন শপথ নেওয়া ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মানুষের কাছে থেকে কাজ করে যেতে বলেছেন তিনি।
মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত ৯৬ জনের মধ্যে ৯৫ জন ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমূখ।
উল্লেখ থাকে যে, গত ৩ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানগন শপথ নেন।
Leave a Reply