নিজস্ব প্রতিবেদন ঃ
বর্তমান সময়ে সোস্যল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ এখন প্রতিবাদী নজরুল খ্যাত নজরুল ইসলাম। ইসলামীক সঙ্গীত থেকে শুরু করে শিক্ষনীয় ও প্রতিবাদী ভিডিও তৈরী করে ভাইরাল প্রতিবাদী নজরুল। শুরুর দিকে সাড়া না পেলেও এখন তার লাখ লাখ ভিউ। সাম্প্রতিক ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে প্রতিবাদী ভিডিও তৈরী করাই তার নেশা। খোঁজ নিয়ে জানা যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সাউধেরখিল গ্রামের ছেলে এই নজরুল।
নজরুল জানায়, আমি যখন বুঝতে পারলাম ফেইসবুকে ভিডিও তৈরীর মাধ্যমে পৌঁছানো যায় লক্ষ লক্ষ মানুষের কাছে। এবং ফেইসবুক সেই রকম একটি প্লাটফর্ম। আমি চিন্তা করলাম আমিও যদি আমার ভেতরের অনুভূতি গুলো প্রকাশ করি খারাপ হবেনা হয়তো। সে চিন্তা থেকেই প্রথমে আমি আমার আইডিতে ইসলামীক বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে থাকি। পরে সবার অনুরোধে আমার নামে একটি পেইজ খুলি। সেখানে আমার বলা কথা কিংবা ইসলামীক প্রতিবাদী ভিডিও গুলো একেরপর এক ছাড়তে থাকি। সেই সাথে ভিডিওর ভিউ বাড়তে থাকতে। আলহামদুলিল্লাহ এখন আমার ভিডিওতে লাখ লাখ ভিউ হয়। দেশের অসংখ্যা মানুষ আমার ভিডিও দেখেন। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি।এভাবে সকলের দোয়া ও ভালোবাসা পেলে আরো অনেকদূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
Leave a Reply