মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। ক্রিকেটের ফাইনাল খেলায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ও আশেকপুর দাখিল মাদ্রাসা অংশগ্রহণ করে। টসে জয়লাভ করে আশেকপুর দাখিল মাদ্রাসা ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৮ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় মাত্র ৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষে সান ২৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহম্মেদ বলেন, খেলাধুলার মধ্যে থাকলে মনমানষিকতা ভালো থাকে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য অনুরোধ জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, শুধু ইনডোর খেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আউটডোর খেলার মধ্যেও অংশগ্রহণ করার জন্য খেলোয়ড়দের আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে ভলি, ব্যাডমিন্টন, দৌড় ও ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply