মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলা পুলিশের তৎপরতায় ২০টি গাঁজার গাছ ও মদ তৈরীর সরঞ্জামসহ ২মাদক ব্যবসায়ী আটক করে।১৬ফেব্রুয়ারি-২০২২ইং সাল রোজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার নলদী ইউনিয়নে পুলিশ ক্যাম্পের পুলিশ মাদকদ্রব্য বিরোধী অভিযান চালায়।পুলিশ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আটককৃত হলেন-১|মোঃপরাগ মোল্যা (১৯) পিতাঃইকরাম মোল্লা ২|মোঃ মাহামুদ হোসাইন (২৪) পিতা-মোশাররফ মোল্যা।উভয়-সাং কালাচাঁদপুর,
উপজেলাঃলোহাগড়া,জেলাঃ নড়াইল।মাদক কারবারীদের নিকট হতে উদ্ধার করে ২০টি গাঁজার গাছ ১০০গ্ৰাম গাঁজা এবং দেশীয় মদ তৈরীর সরঞ্জাম নগদ ৩০০শত টাকাসহ তাদেরকে গ্রেফতার করে।
নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)এর নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন এর তত্ত্বাবধানে নলদী ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃআবু বকর এবং সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে আটক করতে সক্ষম হয়।এই অভিযানের বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন জাতীয় সাপ্তাহিক অবদান পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃএনামুল হক কে জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার নলদী ইউনিয়ন পুলিশ ক্যাম্প থেকে পুলিশের মাদক বিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী পরাগ মোল্যা এবং মাহামুদ হোসাইনকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে মাদকজাত ২০টি গাঁজার গাছ,১০০গ্ৰাম গাঁজা ও দেশীয় মদ তৈরীর সরঞ্জাম এবং নগদ ৩০০শত টাকাসহ আটক করেন।
মাদক ব্যবসায়ীদেরকে লোহাগড়া থানা হেফাজতে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করেন।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।নড়াইল জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূল যতদিন না হবে ততদিন মাদক অভিযান চলবে।এদিকে এলাকাবাসী জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদকের সাথে জড়িত।এদের সাথে যে সকল মদদদাতা জড়িত আছে তাদের গ্রেফতারের দাবী জানান।
লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটির মহিলা বিষয়ক সম্পাদীকা সাংবাদিক সাথী বেগম বলেন মাদকের কারনে আজ যুব সমাজ ধ্বংসের পথে ধাপিত হচ্ছে,মাদক ক্রেতা ও বিক্রতাদের নির্মূল না করলে সমাজ ও জাতির চরম দুর্ভোগের সৃষ্টি হতে পারে বলে মনে করেন।তিনি আরোও বলেন প্রশাসনকে কঠোর হতে হবে।
নড়াইল জেলার আরজেএফ সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল বলেন দিনের দিন নড়াইল জেলার প্রতিটি জায়গা বা এলাকাতে ছড়িয়ে পড়েছে মাদকদ্রব্য,নেশাগ্রস্থ হচ্ছে যুবসমাজ।সমাজকে সুশীল সমাজ তৈরি করতে হলে সকলের সচেতন হওয়ার দরকার।আর প্রশাসনকে অবহিত করতে হবে নেশারগ্রস্থ ও সমাজে কুকর্মের সাথে যারা জড়িত আছে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) সভাপতি ও বর্ষসেরা সফল সংগঠক পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃএনামুল হক বলেন পুলিশ মাদক বিরোধী অভিযানে প্রতিনিয়ত আটক করছেন মাদাক ব্যবসায়ীদেরকে।পুলিশ মাদক বিরোধী অভিযানে ব্যাপক ভূমিকা পালন করছেন আর মাদক অভিযান চলমান রাখার জন্য প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।সাংবাদিক এনামুল বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের দূর্নীতিমুক্ত আর মাদকমুক্ত করবেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার প্রশাসন মাদকমুক্ত করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছেন।
নড়াইল জেলা-২আসনের মাননীয় সংসদ সদস্য(এমপি)মাশরাফি বিন মর্তুজা তিনি নড়াইল-২আসনের দায়িত্ব পেয়ে বলেছিলেন মাদক ও দূর্নীতিমুক্ত করতে হবে আর মাদককে জিরোঢলারেন্সে আনতে হবে।এদিকে নড়াইলের সচেতন মহল বলেন মাদকমুক্ত সমাজ আর দূর্নীতিমুক্ত সমাজ ও সুশীল সমাজ গড়ে তোলার প্রত্যাশা কামনা করেছেন প্রশাসনের নিকট।
Leave a Reply