সোহেল রানা নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণ করলেন কামরুজ্জামান মিয়া।
শনিবার সকালে তিনি তানোর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। নতুন (ওসি) কামরুজ্জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব।
কামরুজ্জামান মিয়া গোদাগাড়ীর প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। অপর দিকে বিদায়ী ওসি রাকিবুল হাসানকে ডিএসবি রাজশাহী জেলাতে বদলি করা হয়েছে।
বিদায়ী ওসি রাকিবুল হাসান রাকিব তানোর থানায় তদন্ত ওসি হিসেবে ২ বছর এবং প্রমোশন পেয়ে তানোর থানাতেই অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২বছরসহ ৪বছর দায়িত্ব পালন করেছেন চাকরির জিবনে ওসি হিসাবে তানোর থেকে শুরু করলেন রাকিবুল হাসান।
বদলীর বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামান মুঠোফোনে জানান,পুলিশের নিয়মিত বদলির ধারাবাহিকতায় উভয়কে বদলি করা হয়েছে।
পুলিশের কাজে সাধারন জনগনকে সহযোগীতা করার উদার্থ আহবান জানিয়ে তিনি আরোও জানান, পুলিশ জনগনের বন্ধু জনগনের যান-মাল নিরাপত্তায় সর্বদায় নিয়জিত পুলিশ বাহিনী। অপরাধ দমনে জঙ্গিবাদ মাদক নির্মূল,বাল্যবিবাহ সহ সকল ধরনের অপরাধ দমনে সততার শহীদ কাজ করে যাচ্ছি আমরা। তানোর ও গোদাগাড়ী থানাতে নাই কোন হয়রানি ও দালাল।
থানা গুলোতে হয়না কোন অর্থের লেনদেন। অপরাধ দমনে পুলিশকে সহযোগীতাই সকলকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply